লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে পুরস্কার পেয়েছেন শন বেকার। পাশাপাশি তার নির্মিত ‘আনোরা’ সিনেমা জিতেছে সেরা চলচ্চিত্র পুরস্কার।
এর আগে তিনি মৌলিক চিত্র নাট্য এবং সেরা ফিল্ম এডিটিং-এর জন্য অস্কার পান। এবারের আসরে এই সিনেমাটি সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জয় করে।
আনোরা সিনেমাটি এক যৌনকর্মীর গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করে মাইকি ম্যাডিসনও অর্জন করেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
হলিউডের ডলবি থিয়েটারে জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন শত শত তারকারা। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়।
মন্তব্য করুন