প্রথমবারের মতো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ব্রাজিলিয়ান সিনেমা ‘আই অ্যাম স্টিল হিয়ার’ ।
ওয়াল্টার সালেস পরিচালিত এই হৃদয়স্পর্শী চিত্রনাট্যটি ইউনিস পাইভারের বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবিটি ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় তার স্বামীর রহস্যজনক অন্তর্ধানের পর, কয়েক দশক ধরে ন্যায়বিচারের জন্য তার সংগ্রামের কাহিনী তুলে ধরেছে।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফার্নান্দা টরেস, যিনি নিজেও এবার অস্কারের মনোনীতদের মধ্যে ছিলেন। তার অভিনয় সিনেমাটিকে প্রতিযোগিতার অন্যতম দাবিদার করে তোলে।
ব্রাজিলের এই চলচ্চিত্রটির অস্কার অর্জন ব্রাজিলিয়ান চলচ্চিত্রশিল্পের জন্য এক মাইলফলক হিসেবে মনে করছেন সিনে-বিশ্লেষকরা। সিনেমাটি ব্রাজিলের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে এমনভাবে তুলে ধরেছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অস্কারের এই বিভাগে আরও ছিল ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ এবং লাটভিয়ার ‘ফ্লো’। এই ছবিগুলোকে পরাজিত করে ‘আই অ্যাম স্টিল হিয়ার’ এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নিয়েছে।
মন্তব্য করুন