৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) মঞ্চে এক চমকপ্রদ সংগীত পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি চরিত্র জেমস বন্ড-কে সম্মান জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী লিসা, রে এবং দোজা ক্যাট। খবর: এবিসি৭
হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় তিন তারকা মিলে জেমস বন্ড সিরিজের আইকনিক গানগুলোর সংকলন পরিবেশন করেন।
এ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কিংবদন্তি বন্ড প্রযোজক বারবারা ব্রোকলি এবং মাইকেল জি. উইলসন-কে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত দর্শকরা তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য করতালি দিয়ে প্রশংসা জানান।
জমকালো এই আয়োজনে লিসা তার শক্তিশালী পারফরম্যান্স দিয়ে মঞ্চ মাতান, ব্রিটিশ গায়িকা রে তার আবেগঘন কণ্ঠের মাধ্যমে বন্ড থিমকে নতুন মাত্রা দেন, আর দোজা ক্যাট তার অনন্য র্যাপ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেন।
বিশ্বজুড়ে বন্ড সিরিজের সুর ও গান বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। তাই এ বছর অস্কার মঞ্চে এমন অনন্য এক সংগীত ট্রিবিউট দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে ধরা দিয়েছে।
মন্তব্য করুন