পৃথিবী জুড়ে বিনোদন ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্মান জনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস, যা অস্কার নামে পরিচিত। আজ সোমবার (৩ মার্চ) সকালে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। তারকাদের উপস্থিতি, চোখ ধাঁধানো লাল গালিচা, আবেগঘন বিজয়ী বক্তৃতা আর চমকপ্রদ মুহূর্তে ভরপুর ছিল এ আসরে। খবর: সিএনবিসি
এ বছর ৯৭তম অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতলেন আমেরিকান তারকা জোয়ি সালদানিয়া। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। একই পুরস্কার তিনি এর আগে বাফটায় পেয়েছিলেন।
অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।
এদিকে আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘এ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।
অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।
৯৭তম অস্কার আসরে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরপর ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ পেয়েছে ১০টি করে এবং ‘অ্যা কমপ্লিট আননোন’ পেয়েছে ৮টি মনোনয়ন।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকেড’ এবং ‘অ্যা কমপ্লিট আননোন’। এছাড়াও এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘ডিউন: পার্ট টু’, ‘আই’ম স্টিল হেয়ার’, ‘নিকেল বয়েজ’ এবং ‘দ্য সাবস্ট্যান্স’।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো এই আয়োজনে উপস্থিত শত শত তারকারা। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়।
মন্তব্য করুন