হলিউডের গ্লোবাল তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সর্বশেষ নির্মাতা প্যাবলো ল্যারেইনের ‘মারিয়া’ সিনেমায় কিংবদন্তি অপেরা সংগীতশিল্পী মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এবার নাম লেখালেন আরও একটি নতুন সিনেমায়।
অ্যাঞ্জেলিনা জোলির নতুন এ সিনেমার নাম ‘স্টিচেস’। এটি পরিচালনা করছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর। খবর : ভ্যারাইটি
জোলির ‘স্টিচেস’ সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের উচ্চবর্গীয় ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়। অভিনেত্রী এ ছবিতে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন।
প্রোডাকশন-ডিস্ট্রিবিউশন পাওয়ার হাউস প্যাথি ফিল্মস ডিস্ট্রিবিউট করবে। এটি ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে। তবে এর শুটিং কবে থেকে শুরু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। ‘স্টিচেস’ ছবিটি ফরাসি এবং ইংরেজি ভাষায় শুট করা হবে, যা উইনোকোরের আগের ছবি ‘প্রক্সিমা’-এর মতো।
জোলির ‘মারিয়া’ সিনেমাটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসাও। ‘মারিয়া’-এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো, যার পটভূমি প্যারিস।
জোলির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চেঞ্জলিং, ম্যালেফিসেন্ট, সল্ট, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, দ্য বোন কালেক্টর এবং লারা ক্রফট : টুম্ব রাইডার ইত্যাদি।
সিনেমাবোদ্ধাদের অনেকেই মনে করছেন, মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য জোলি পেতে পারেন অস্কার। আগামী বছর ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লাররাইন।
মন্তব্য করুন