বক্স অফিসে ১০০ কোটি ডলারের ব্যবসা করেছে গ্রেটা গারউইগ নির্মিত সিনেমা ‘বার্বি’। ছবির পরিবেশক বলেছেন, সিনেমাটি যে এত সাফল্য পাবে তা কেউই ভাবেননি।
গতকাল রোববার ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, আড়াই সপ্তাহে ১০০ কোটি ডলার ব্যবসা করে ফেলেছে বার্বি। ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে শুধু আমেরিকা ও কানাডায়। বাকিটা অন্য দেশে।
বার্বি পরিবেশনার দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জেফ গোল্ডস্টেইন ও অ্যান্ডু ক্রিসপ জানিয়েছেন, তারা বাক্যহারা। সিনেমাটি এ রকম সাফল্য পাবে বলে অতি আশাবাদীরাও কল্পনা করেননি।'
আরও পড়ুন : বার্বি থিমে এবার গোলাপি কফিন
অন্যদিকে এই ফিল্মের পরিচালক ও সহলেখক গ্রেটা গারউইগ একটি রেকর্ড করে ফেলেছেন। প্রথম নারী নির্মাতা হিসেবে এককভাবে সিনেমা পরিচালনা করে এই সাফল্য পেলেন তিনি। এর আগে যত নারী নির্মাতা এই সাফল্য পেয়েছেন, তাদের কেউই একা সিনেমা পরিচালনা করেননি। তাদের সঙ্গে আরও এক বা একাধিক পরিচালক ছিলেন।
সূত্র : ডয়েচে ভেলে
মন্তব্য করুন