হলিউডের প্রভাবশালী জুটি জাস্টিন বিবার ও হেইলি বিবার। এবার তাদের ঘরে এলো নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা-মা হলেন তারা দুজন। এই তারকা দম্পতির এটি প্রথম সন্তান।
প্রথমবার বাবা হওয়ার বিষয়টি বিবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। ইনস্টাগ্রামে ছেলের পায়ের ছবি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার।’
নতুন অতিথির আগমনের বিষয়টি চলতি বছরের মে মাসে অগ্রিম বার্তায় সবাইকে জানিয়ে দিয়েছিলেন জাস্টিন ও হেইলি। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এটি নিশ্চিত করেন তারা। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা।
অবশেষে সন্তানকে স্বাগত জানালেন তারা। জাস্টিন ও হেইলি ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা-মা হলেন তারা।
মন্তব্য করুন