বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা মনোজ বাজপেয়ী। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা ও ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। রাতারাতি নয় বরং পরিশ্রম করেই নিজের জায়গা শক্ত করেছেন এই অভিনেতা। বনে গেছেন মহাতারকা। তবে এই অভিনেতা স্ত্রীর বিড়ম্বনায় পড়েছেন।
হাজারো ব্যস্ততার মধ্যে মনোজ তার পরিবারকে সময় দিতে ভুল করেন না। পাঁচজন সাধারণ মানুষের মতো নিয়মিত সাংসারিক কেনাকাটার জন্য বাজারে যান তিনি। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত তারকা বাজার করবেন আর দরকষাকষি করবেন না, এ যেন হতেই পারে না। আর দরকষতে গেলেই দোকানির সঙ্গে ঝামেলা লেগে যাবে এটাই স্বাভাবিক। এতেই বিরক্ত হয়ে যান এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মনোজের স্ত্রী শাবানা। শুধু তাই নয়, অভিনেত্রী সেসময় এমন আচরণ করেন, যেন তাকে চেনেনই না।
মনোজ এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন, তার স্ত্রী খুবই সাশ্রয়ী। বাজারে জিনিসপত্রের দাম নিয়ে তর্ক বিতর্ক করা তিনি একেবারেই পছন্দ করেন না। পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের থলের পরিবর্তে কাপড়ের থলে নিয়ে বাজারে যান। তার অন্যতম পছন্দের কাজ ব্যবহৃত জিনিসপত্রের দোকানে প্রায়শই ঢুঁ মারা। এমনকি আমেরিকা গেলেও স্ত্রী শাবানার জন্য এমন কম দামে ভালো জিনিস পাওয়া যায় এমন দোকান খুঁজে বের করে দিতে হয় মনোজ বাজপেয়ীকে।
১৯৯৪ সালে গোভিন্দ নেহালানীর দ্রোকাল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন মনোজ বাজপেয়ী। একই বছর শেখর কাপুরের ব্যান্ডিট কুইন সিনেমায় মান সিং চরিত্রে অভিনয় করে বলিউড মহলে প্রশংসা কুড়ান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘ভাইয়া জি’ সিনেমাতে। এর আগেও বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেতা। এখন তিনি ‘ভাইয়া জি’ হয়ে উঠতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় অনুরাগীরা।
মন্তব্য করুন