ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন খবরের শিরোনামে। তবে এবারের খবরটি পরীকে মানবিক এক মা হিসেবে সবার কাছে প্রশংসিত হয়েছে। আবারও মা হয়েছেন তিনি। এখন কেবল আর তার ছেলে নয়, আছে মেয়েও।
মা হওয়ার বিষয়টি নিয়ে পরী জানান, ‘আমার এই এক জীবনে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি যা চেয়েছি তাই তিনি আমার জন্য করেছেন। এবার আমি একজন মেয়ের মা হতে চেয়েছিলাম । আল্লাহ সেই ব্যবস্থাও আমাকে করে দিয়েছেন। আমি আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়মকে পেয়েছি। যাকে আমি সমস্ত নিয়ম মেনে দত্তক নিয়েছি। পৃথিবী এখন থেকে ওকে আমার মেয়ে হিসেবেই চিনবে। পৃথিবীতে আসার ৭ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
মেয়ের ছবি এখনো প্রকাশ করেনি এই নায়িকা। জানিয়েছেন কিছুদিন পরই আনুষ্ঠানিকভাবে সবার সামনে তাকে পরিচয় করে দিবেন পরী।
এর আগে ২০২৩ সালে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয় পরীমণির। এরপর ছেলে রাজ্যকে নিয়ে একাই আছেন এই নায়িকা।
মন্তব্য করুন