বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় উত্তাল রয়েছেন বিনোদন অঙ্গন। ২৩ এপ্রিল (মঙ্গলবার) অভিনেত্রী ময়ূরীর মেয়েকে ‘আপত্তিকর’ প্রশ্ন করার জের ধরে ইউটিউবার, শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলায় জড়িয়ে গেছে চিত্রনায়ক জয় চৌধুরীর নাম। কিছুসংখ্যক ইউটিউবার ও সাংবাদিক তাকে বয়কটের ডাকও দিয়েছেন।
চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জয় চৌধুরীর পক্ষে-বিপক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করছেন অনেকে। তাদেরই একজন হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। জয়ের আচার আচরণের বিষয়ে একটি পোস্ট করেছেন শিলা।
বৃহস্পতিবার দুপুরে শিলা লিখেছেন, কয়েকদিন ধরে এফডিসিতে মারামারি নিয়ে অনেক নিউজ দেখলাম। খুব খারাপ লাগল এসব নিউজ দেখে। চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকরা আমরা সবাই একই পরিবারের। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় জয় চৌধুরীকে দোষারোপ করা হয়েছে। কিন্তু আমার দেখা জয় চৌধুরী একজন সভ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী।
নায়িকা আরও লিখেছেন, জয়কে কোনোদিন কারও সঙ্গে বেয়াদবি করতে দেখিনি। ও সব সময় শিল্পীদের বিপদে এগিয়ে যায়। সাংবাদিকদের সঙ্গেও তার চমৎকার সম্পর্ক। সাংবাদিক ভাইদের আমরা অনেক সম্মান করি, তাই বলে আপনারা এমন কোনো প্রশ্ন করতে পারেন না যাতে করে শিল্পীদের সম্মানে আঘাত লাগে। কোনো শিল্পীকে অপমান করে কথা বললে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটা একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।
শিলা দাবি করেন, এই ঘটনায় দুপক্ষেরই ভুল ছিল। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা পরিবারই ঝগড়া হয় আবার পরিবারের সদস্যরা সবাই মিলে যায়। আমার বিশ্বাস আমরা সবাই সাংবাদিক ও শিল্পীরা একই পরিবারের। আমরা সব বিবাদ ভুলে সবাই একত্রিত হয়ে পথ চলব।
মন্তব্য করুন