নির্মাতা রায়হান রাফির সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গেল ডিসেম্বরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় ‘তুফান’ সিনেমার। শুরু থেকেই চমকে দেওয়া এই প্রজেক্টে এবার এলো আরও বড় চমক। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। বিষয়টি নিশ্চিত করেছে তুফান কর্তৃপক্ষ।
সিনেমায় যুক্ত হয়ে দুই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। আলফা আইর বরাত দিয়ে নাবিলা জানান, ‘অবশ্যই এটি একটি আনন্দের সংবাদ। এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। সবকিছু মিলিয়ে আমি আনন্দিত।’
একই বরাত দিয়ে মিমি চক্রবর্তী জানান, ‘বাংলাদেশের সিনেমায় কাজ করা আনন্দের। তারপরে এত বড় একটি প্রজেক্ট। বিপরীতে শাকিব খানের মতো সুপারস্টার। সব মিলিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ এবং চরকি। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে শাকিব খানের তুফান সিনেমার শুটিং। আগামী কোরবানির ঈদে এটি বিশ্বব্যাপী একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন