পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে অতীত ও বর্তমানের নাটক, নাটকে বাজেট সমস্যা ও নতুন অভিনয়শিল্পীসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে আবুল হায়াতকে প্রশ্ন করা হয়, অভিনয়ে তিনি নিয়মিত নন কেন? অভিনয় ছাড়া তার সময় কীভাবে কাটে? উত্তরে তিনি বলেন, ‘এখনকার পরিচালকরা আমাকে কাজে নেয় না। তারা নেয় না বলেই অভিনয়ে দেখা যায় না। তারপরও টুকটাক কাজ করি।’
নাটক তৈরিতে বাজেট সমস্যার বিষয়ে আবুল হায়াত বলেন, ‘মিডিয়ার প্রধান সমস্যা হলো আর্থিক। প্রতি নাটকে এখনো আমরা আড়াই থেকে তিন লাখের মধ্যেই আছি। সেখানে ২৪ ঘণ্টা নির্ধারিত। এর মধ্যেই ৪৫-৬০ মিনিটের নাটক করতে হয়।
নতুন অভিনেতাদের পরামর্শ দিয়ে আবুল হায়াত বলেন, নতুনদের উদ্দেশ্যে সবসময় বলি, নতুনরা আমাদের চেয়ে বেশি মেধাবী। আমরা একাডেমিক শিক্ষা নিয়ে আসিনি। এখন যারা আসছে তারা অভিনয়ের ওপর পড়াশোনা করে আসছে। তাই তাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা খুব বেশি।
মন্তব্য করুন