ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জীবনের গল্পের ওপরে ভিত্তি করে নির্মিত হয় ‘মেকআপ’। এটি নিয়ে সিনেমাপ্রেমীদের মনে আগ্রহের জন্ম হয়েছিল। কারণ ধারণা করা হচ্ছিল, দেশের একজন শীর্ষ নায়কের জীবনের ছায়া অবলম্বনে সিনেমার গল্প এগিয়েছে। এমন একটি সিনেমার নায়িকা হিসেবেই বড় পর্দায় পা রাখার কথা ছিল নবাগত নায়িকা নিপা আহমেদ রিয়েলির।
কিন্তু শেষ পর্যন্ত সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়নি ‘মেকআপ’। তবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় এটি। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে রিয়েলির বিপরীতে প্রধান দুটি চরিত্রে ছিলেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও চিত্রনায়ক রোশান। বর্তমানে ওই ওটিটির কার্যক্রম বন্ধ রয়েছে।
কালবেলার সঙ্গে একান্ত আলাপে রিয়েলি জানালেন, নতুনভাবে সংশোধন করে সিনেমাটি ফের সেন্সর বোর্ডে প্রদর্শন করা হবে। নিজের প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে দেখার জন্য মুখিয়ে আছেন তিনিও।
প্রথম সিনেমায় স্বপ্নভঙ্গ হলেও বসে ছিলেন না এই সুন্দরী। নিয়মিত অভিনয়ের প্রতিক্ষণসহ অ্যাকশন দৃশ্যের জন্য ফাইট শিখেছেন। তাতে ফলও মিলেছে, খানিকটা বিরতি নিয়ে শুরু করেন বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’র শুটিং। সৈকত নাসির পরিচালিত এই সিরিজের গল্প এগিয়েছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ক্রাইম জোন ঘিরে। মাদকসহ অপরাধ জগতের বিভিন্ন বিষয় উঠে আসবে সিরিজে। সূর্যমণি নামে একজন বাংলাদেশি নারী মাদকসহ শ্রীলঙ্কায় আটক হন। তার কর্মজীবন শুরু করেছিলেন একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে। সেই ঘটনার অনুপ্রেরণায় ‘নেটওয়ার্ক’ নির্মিত হয়েছে। ওয়েব সিরিজের কেন্দ্রিয় চরিত্র অভিনয় করেছেন রিয়েলি।
তিনি বলেন, ‘ওয়েব সিরিজটির দুটি সিজনের কাজ শেষ। তবে আই থিয়েটারের ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় নতুন কোন ওটিটিতে এটি মুক্তি পাবে তা চূড়ান্ত হয়নি।’
এদিকে গত বছর ‘খোদা হাফেজ’ সিনেমার শুটিং শেষ করেছেন রিয়েলি। এতে তার বিপরীতে রয়েছেন নতুন নায়ক আব্দুল কাদের দিদার। অনিক বিশ্বাস পরিচালিত সিনেমার দুটি গানের শুটিং বাকি। দুবাই কিংবা কাশ্মীরে গানের দৃশ্য ধারণের পরিকল্পনা চলছে জানালেন রিয়েলি।
নতুন কাজের ব্যাপারে রিয়েলি বলেন, আপনি যখন ফোন করেছেন তার কিছুক্ষণ আগেই একটি সিনেমার মিটিংয়ে বসেছিলাম। কিন্তু গল্প পছন্দ হয়নি। তাই না করে দিলাম। এই কদিনে ৩ টি সিনেমার অফার পেলাম। পরিচালক, গল্প ও চরিত্র মনের মতো পাচ্ছি না।
কথা প্রসঙ্গে তিনি বলেন, মাঝে ভারতীয় একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু অনেক বোল্ড সিন থাকায় না করে দিয়েছি। আমি কোনো বোল্ড সিনে কাজ করতে চাই না। আমি প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি। বর্তমানে শিমুল মোস্তফার কাছে আবৃত্তি শিখছি।
নতুন কাজের ব্যাপারে রিয়েলি বলেন, একটি বিগ বাজেটের সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। চুক্তিপত্রে সইও করেছি। মহরতের আগে সেটি নিয়ে বলা বারণ আছে। সিনেমায় বড় আয়োজনে একটি পার্টি সং থাকছে। বলিউডের দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনারা যে টাইপ গানে পারফর্ম করে অনেকটা সেরকম একটি গানে আমাকে দেখা যাবে। ভালোবাসা দিবস ও ফাগুনে কেমন সময় কাটালেন?
জবাবে রিয়েলি বলেন, এই ভালোবাসা দিবস ও ফাগুন একাই কেটেছে। আগামীতে মনের মানুষ নিয়েই দিনটি উদযাপন করতে চাই। সত্যি বলতে এই মুহূর্তে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার অনেক বেশি সিনেমা করতে হবে এমন টার্গেট নাই। তবে কিছু কাজ করতে চাই যে কাজ দিয়ে মানুষ আমাকে মনে রাখবে।
মন্তব্য করুন