দেশীয় সংগীতের জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা। ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হয়েছে এই শিল্পীর গান। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানের ভিডিওটি ভিন্ন আঙ্গিকে ধারণ করা হয়েছে। উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোনো সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে দর্শকের সামনে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গান দিয়েই যাত্রা শুরু হলো এ সংগীত উদ্যোগের।
সংগীত পরিচালক হিসেবে পাভেল আরিনের হাত ধরে অসংখ্য জনপ্রিয় গান ও জিঙ্গেল তৈরি হয়েছে। তবে নতুন এই মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্তাকে খুঁজে পেতে চাইছেন বলে জানান পাভেল।
গানটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে কনা বলেন, এ ধরনের অনেক চেনা গান গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে একটুআধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন, তাদের লিস্টে একেবারেই ঊর্ধ্ব সারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।
মন্তব্য করুন