হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাকে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এক দিনের চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে ফারিয়ার শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সেদিন রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ঢালিউডের পাশাপাশি টালিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। এর মধ্যে ‘আশিকি’, ‘বস-২’, ‘বিবাহ অভিযান’ অন্যতম।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিমেনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তার এ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়েছে। বিগত কয়েক বছরে বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।
মন্তব্য করুন