নেট দুনিয়ায় ঘুরছে বাংলাদেশি শিশুশিল্পী সিমরিন লুবাবা ও বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের ছবি। রাখিকে প্রথমবার দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন লুবাবা।
সপরিবারে দুবাই গেছেন লুবাবা। সেখানে আরাভ খানের বাড়িতে ঘুরতে যান তারা। আরাভের বাড়িতেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয় লুবাবার।
বুধবার (১৭ জানুয়ারি) ফেসবুকে রাখির সঙ্গে ছবি ও রিল ভিডিও প্রকাশ করেন লুবাবা, যেখানে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায় দুজনকে। আরও দেখা যায়, লুবাবাকে ধরে বসে আছেন রাখি। তাদের মুখে হাসি। ওই মুহূর্তের ভিডিও ধারণ করেন আরাভ খান।
ভিডিওতে লুবাবা বলেন, ‘আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি তখন কেন্দে দিয়েছি।’ এরপর রাখি লুবাবাকে জিজ্ঞেস করেন, কেন্দে দিয়েছি মানে কী? উত্তরে লুবাবা বলেন, কান্না করে ফেলেছি। এরপর দুজনেই সেটা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।
মূলত আরাভ খানের প্রযোজনায় ‘গ্যাংস্টার’ নামে হিন্দি সিনেমায় অভিনয় করবেন হিরো আলম ও রাখি সাওয়ান্ত। সেই সূত্রে আরাভের বাড়িতে রাখির দেখা পান লুবাবা।
মন্তব্য করুন