নির্মিত হলো টেলিছবি ‘রূপগন্ধ’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদিয়া আয়মান, সাদ্দাম মাল, আরিফ আপন, দেবাশীষ চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, রিয়া, ইমন, সাইদ, আজিজ শাহিন, ডিউক, মাসুম শরীফ প্রমুখ।
রূপগন্ধের চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যে সুব্রত সঞ্জীব, দেবাশীষ চক্রবর্তী, ইমন। এর গল্প লিখেছেন সুব্রত সঞ্জীব। টেলিছবিটি পরিচালনাও করেছেন তিনি।
সুব্রত সঞ্জীব বলেন, ‘সত্যিকার অর্থে এরকম গল্প, এ রকম কনসেপ্ট বাংলাদেশে আর কখনোই হয়নি। খুব চেষ্টা করেছি সুন্দরভাবে গল্পটাকে তুলে ধরে আনার জন্য। দর্শক একটা ভিন্ন রকমের গল্প বা টেলিছবি দেখতে পাবে। এটা আসলেই একেবারে আলাদা মৌলিক গল্প। একটা ছেলের জীবনের স্ট্রাগলের গল্প, একটা ছেলে নৃত্যশিল্পীর স্ট্রাগলের গল্প, ফ্যামিলির গল্প, জীবনের গল্প আমরা দেখতে পাব রূপগন্ধে। তা ছাড়া আমি সবসময় চেষ্টা করি গল্পনির্ভর কাজ করার।
অভিনেতা খায়রুল বাসার জানান, এ রকম গল্প ও কনসেপ্ট আগে কখনো করেননি তিনি। চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং ছিল। টানা ৫ দিন এই ক্যারেক্টারের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেননি এই অভিনেতা।
অভিনেত্রী সাদিয়া জানান, বরিশালে এটা তার প্রথম শুটিং। তিনি বরিশালের মেয়ে। এত সুন্দর লোকেশন, এত সুন্দর গল্প ও আয়োজন তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বরিশালের বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন শুটিং করেছি আমরা। রিহার্সাল করেছি প্রায় এক মাসের মতো। সবচেয়ে বড় কথা, মানুষ একটা খুব সুন্দর গল্প ও একটা মেসেজ পাবে, যা দর্শক খুব উপভোগ করবেন।
টেলিছবিটি রোজার ঈদে এনটিভিতে দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক।
মন্তব্য করুন