সাতক্ষীরা ১, তালা-কলারোয়া ইউনিয়নের ভোটার অভিনেত্রী মৌসুমী হামিদ। ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৬, ৭, ৮ তারিখে কোনো কাজ রাখেননি এ অভিনেত্রী। সর্বপ্রথম ২০০৮ সালে ভোট দিয়েছেন তিনি। তাই ভোটের পরিবেশের সঙ্গে পরিচিত তিনি।
এবার ভোটের কেমন পরিবেশ মৌসুমী হামিদ? এ বিষয়ে সংবাদমাধ্যম কথা বলেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, ২০০৮ সালের পরিবেশটাই চান এবার।
মৌসুমী হামিদ বলেন, প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই, যেটা মাঝে পাইনি আমি। পরিবেশটা হবে এমন— এলাকার সবাই দলে দলে ভোট দিতে কেন্দ্রে যাবেন। আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকব। কোনো ঝামেলা নেই। আনন্দ নিয়ে একে একে সবাই ভোট দেব। আনন্দ আর চাপা উত্তেজনা বিরাজ করবে চারপাশে। কে জিতবে কে জিতবে টেনশন—এটা অন্যরকম আনন্দ। সেই আনন্দটা আবার ফিরে পেতে চাই।
ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় আছেন কি না এ বিষয়েও জানিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ভেতরে রাজনীতির একটা সুপ্ত বাসনা রয়েছে। লিডারশিপে বিশ্বাস করি আমি। অন্য লিডারের নেতৃত্বে কাজ করতে যেমন পছন্দ করি, তেমনি নিজেও যখন নেতৃত্বের সুযোগ পেয়েছি সেটা আনন্দ নিয়ে সততার সঙ্গে করার চেষ্টা করেছি। দেখা যাক।
মন্তব্য করুন