স্ট্যান্ডআপ কমেডিয়ানদের উদ্যোগে চালু হলো ‘কমেডি হাউস’ । নতুন এই উদ্যোগের প্রধান কাজ হলো স্ট্যান্ডআপ কমেডিকে মানুষের কাছে সহজভাবে তুলে ধরার পাশাপাশি নতুন কমেডিয়ান তৈরি। এর প্রথম উদ্যোগ হিসেবে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল কমেডি হাউসের প্রথম অনুষ্ঠান।
কমেডি হাউসের পরিচালক শাওন মজুমদার বলেন, ‘টেবিলে বসে মেনুকার্ড দেখতে দেখতে কিংবা খাবার খেতে খেতে আমাদের কমেডি সবাই উপভোগ করছে। এটা আমাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা ছিল। ওইদিন আমরা টানা দুই ঘণ্টা স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেছি। উপস্থিত দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি’। ধীরে ধীরে এটি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় ছড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
প্রথম পরিবেশনায় অংশগ্রহণ করে রিয়েলিটি শো হাশো, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার এবং বিভিন্ন সিজনের প্রতিযোগিরা। এ তালিকায় ছিলেন মোহাম্মদ পরশ, মিজানুর রহমান ঋজু, মাসঊদ আহমেদ, তারেক মাহমুদ, সৈয়দ রেদওয়ান হোসেন বিপ্রো এবং শাওন মজুমদার।
ধারণা করা হয়, ১৯৮৬ সালে 'হোপ ৮৬' অনুষ্ঠানে গোটা বলিউডের সামনে এমন পারফরম্যান্স করেছিলেন জনি লিভার। সেখান থেকেই প্রথম স্ট্যান্ডআপ কমেডি শুরু হয় । অনুষ্ঠানটির ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয়তা পায়।
মন্তব্য করুন