ট্রাক প্রতীক পেলেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে এই প্রতীক পেয়েছেন তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এর আগে গতকাল রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি জানান, তার পছন্দের কোনো প্রতীক নেই। নির্বাচন কমিশন তাকে যে প্রতীক দেবেন, সেই প্রতীকে ভোটের মাঠে প্রচারণা চালাবেন তিনি।
চিত্রনায়িকা আরও জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।
প্রতীক পাওয়ার আগে মাহির ওপর উঠেছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। গত ১৪ ডিসেম্বর তার আসনের গোদাগাড়ী উপজেলায় যান তিনি। এতে কিছু সংবাদমাধ্যমে শিরোনাম হয়—‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন মাহি।’ কিন্তু এ নায়িকা তা মানতে নারাজ। বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ দাবি করেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন মাহি। ক্যাপশনে সাংবাদিকদের উদ্দেশে তিনি লেখেন—‘কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।’
ওই ভিডিওবার্তায় মাহি বলেন, ‘সবার উদ্দেশে আমি বলতে চাই, আমি ফেসবুকে একটি পোস্ট করেছি, যেখানে ক্যাপশনে লেখা—গোদাগাড়ী উপজেলা, চরআষাড়িয়াদহ ইউনিয়ন, রাজশাহী। মূলত গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। এটি একটি বিচ্ছিন্ন গ্রাম। সেখানের কেউ আমাকে চেনেন না। আমি তাদের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কোনো ভোট চাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইব, আমার তো কোনো প্রতীকই নেই। আমি কীভাবে ভোট চাইব?’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন মাহিয়া মাহি। প্রথমে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান এই নায়িকা। তবে দলের চূড়ান্ত তালিকায় জায়গা মেলেনি তার। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন।
মন্তব্য করুন