কনসার্টে দেরি করে আসার ঘটনা পপতারকা ম্যাডোনার জন্য নতুন কোনো বিষয় নয়। বেশ কয়েকবারই ভক্তদের অপেক্ষায় রেখে লাপাত্তা হয়েছেন তিনি। এবার মেজাজ হারিয়েছেন ম্যাডোনাভক্তরা। এমনকি ফেরত চেয়েছেন টিকিটের মূল্যও। খবর ডেইলিমেইল।
বুধবার (১৩ ডিসেম্বর) নিউইয়র্ক সিটিতে ‘সেলিব্রেশন ট্যুর’ কনসার্টে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়েন ম্যাডোনাভক্তরা। মার্কিন লেগটি বার্কলেস সেন্টারে রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট। কিন্তু ৬৫ বছর বয়সী গায়িকা ম্যাডোনা প্রায় সাড়ে ১০টা পর্যন্ত পারফরম্যান্সের জন্য মঞ্চে আসেননি। এই ঘটনায় টিকিটের মূল্য ফেরত চেয়েছেন অসংখ্য দর্শক-শ্রোতা। এই বিলম্বের পরেও অবশ্য অত্যন্ত জাঁকজমকপূর্ণ শো উপহার দিয়েছেন গায়িকা।
জানা যায়, প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বিত হয়েছে ম্যাডোনার শোটি। তাই রাত সাড়ে ১০টায় মঞ্চে আসেন ম্যাডোনা। গায়িকার বিলম্বে মঞ্চে আসায় সামাজিক মাধ্যমেও শোরগোল শুরু হয়। এক্সে একের পর এক টুইট করে ম্যাডোনাকে ভর্ৎসনা করেছেন অনুরাগীরা।
মন্তব্য করুন