‘এমন এক দেশে বসবাস করি যেখানে শুধু মসজিদ থেকে না পার্লার থেকেও স্যান্ডেল চুরি হয়’, নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। পোস্টের কমেন্ট থেকে জানা গেছে, অভিনেত্রীর নিজের স্যান্ডেলই চুরি হয়েছে।
পারসা ইভানার পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘তোর একটা দিয়ে দেখ আমাকে’। এই কমেন্টেই অভিনেত্রী রিপ্লাই দিয়েছেন, ‘আমারটাই তো নিয়া গেছে দোস্ত।’
অভিনেত্রীর পোস্ট শেয়ার করে একজন লিখেছেন, শিমুল নিয়েছে। অনেকে আবার পোস্টের নিচেই সেই স্যান্ডেল শিমুল নিয়েছে বলে মন্তব্য করেছেন। মূলত পারসা ইভানা অভিনীত ব্যাচেলর পয়েন্টে নাটকের একটি চরিত্র ‘শিমুল’। এই চরিত্রে অভিনয় করেছেন ‘শিমুল শর্মা’। তা ছাড়াও অন্যকিছু নাটকেও চুরির অভিনয় সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। তাই পারসা ইভানার স্যান্ডেল চুরির বিষয়ে মজার ছলেই শিমুলকে দোষ দিচ্ছেন নেটিজেনরা।
‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়াও জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন পারসা ইভানা। এসব নাটক করে তুমুল জনপ্রিয় হয়েছেন তিনি।
মন্তব্য করুন