নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী কুসুম সিকদার। ‘শরতের জবা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন তিনি। এর প্রযোজকও কুসুম।
গান দিয়ে শুরু হয়েছিল কুসুম সিকদারের ক্যারিয়ার। পরে লাক্স সুন্দরীর মুকুট জয় করে বেছে নেন অভিনয়।
শরতের জবা সিনেমা পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করতেও দেখা যাবে তাকে।
জানা গেছে, তার লেখা ‘অজাগতিক ছায়া’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই ছবির গল্প। আগামী বছরের শুরুতে চলচ্চিত্রটি মুক্তির কথা। ছবিটির শুটিং হয়েছে কুসুমের দাদার বাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে। একপ্রকার নীরবেই সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। ডাবিং ও কালার গ্রেডিংও শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।
‘শরতের জবা’ সিনেমায় কুসুমের সহঅভিনেতা ইয়াশ রোহান। পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা। সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার বলে জানা যায়।
মন্তব্য করুন