প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমুর বরাত দিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীসহ আরও অনেক তারকা বিগো লাইভ করেন।
হুমায়রা হিমুর বিগো লাইভ করা পছন্দ করতেন না অভিনেতা সিদ্দিক। তাই তিনি তাকে বাধা দিতে গেলে একপর্যায়ে হুমায়রা হিমু সিদ্দিককে ওমর সানী- মৌসুমীর বিগো লাইভে সম্পৃক্ততার কথা জানান। হিমুর মৃত্যুর পর এক সাক্ষাৎকারে সে বিষয় তুলে ধরেন সিদ্দিক।
এ ঘটানার এক সপ্তাহ কেটে যাওয়ার পর মঙ্গলবার (২১ নভেম্বর) ওমর সানী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কবে মৌসুমী বিগো লাইভ করছে? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না’।
এই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, আপনাদের দুজনকেই বিগোতে দেখছি, স্বীকার করছেন না কেন? এটা কি অসম্ভব কিছু?
উত্তরে ওমর সানী লিখেছেন, আপনি দেখেছেন টিকটকে এবং লাইকই অ্যাপসে। সেটা ভিগো লাইভ ছিল না; আপনি নিজেকে কারেকশন করুন আপা।
আরেকজন লিখেছেন, মৌসুমী আপার বিগো লাইভ আমি নিজে দেখছি। তার বিগো আইডি ছিল যেটা আপনি জানেন না। আর কাকে স্টুপিড বলছেন সানি দা?
একজন মন্তব্য করেছেন, বিগো আইডি আমার ছিল মৌসুমী আপুকে কোনো দিন বিগোতে পাইনি, মৌসুমী আপুর বিগো আইডি ছিল না।
মন্তব্য করুন