মিডিয়াতে আত্মহত্যা বেড়েছে এই ধারণা ভুল, সম্প্রতি এমন মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এই বক্তেব্যের রেশ না কটাতে তিশা নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে শোনা গেছে।
কিছুদিন আগে আত্মহত্যা করেছেন অভিনেত্রী হুমাইরা হিমু। তখন তারকা অঙ্গনে আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়ে সরব হয়েছিলেন কিছু তারকা। তাদেরই একজন হলেন তানজিন তিশা।
এক সাক্ষাৎকারে তিশা বলেন, মিডিয়ায় আত্মহত্যা বেড়েছে এটা ভুল ধারণা। কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে তাহলে সেটা একদমই ভুল। এটি শুধু আমাদের শোবিজ অঙ্গনেই হচ্ছে না বরং সারা বাংলাদেশেই হচ্ছে। কিন্তু আমাদের চোখে শুধু চোখে পড়ে মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে’।
পরে শোনা যায়, গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিশা নিজেই। জানা গেছে, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমান এই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মন্তব্য করুন