শিশুশিল্পী সিমরিন লুবাবা। বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হন তিনি। কটাক্ষের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই শিশুশিল্পী উল্লেখ করে তার মা জাহিদা ইসলাম হুঁশিয়ারি দিয়েছিলেন, আইনি পদক্ষেপ নেবেন তিনি।
তখন জানিয়েছিলেন প্রয়োজনে লুবাবাকে নিয়ে দ্বারস্থ হবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদের কাছে। সেই ধারাবাহিকতায় লুবাবাকে দেখা গেল ডিবিপ্রধানের সঙ্গে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে যান তারা। তবে হঠাৎ ডিবিপ্রধানের সঙ্গে দেখা করার কারণ গণমাধ্যমের কাছে স্পষ্ট করেননি তিনি।
লুবাবার মা জাহিদা ইসলাম বলেন ‘তেমন কিছু না। এমনি ওনার (ডিবিপ্রধান হারুন অর রশিদ) সঙ্গে দেখা করতে এসেছি।’
এর আগে আইনি পদক্ষেপ নিতে চেয়েছিলেন। তবে কী সে ব্যাপারে ডিবিপ্রধান হারুনের সঙ্গে সাক্ষাৎ- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা যাক না কী হয়। আমরা এমনি দেখা করতে এসেছি।’
নেটমাধ্যমে লুবাবার নামে খোলা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। লুবাবার মা বলেছিলেন, ও টিকটক করে না। অথচ ওর (লুবাবা) নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।
মন্তব্য করুন