শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সিমরিন লুবাবা। তেমনি নানা সমালোচনায় জড়িয়ে যায় তার নাম। প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সমাদরে কমতিও ছিল না।
সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখার পর একটি মন্তব্যে ‘কেঁদে দিয়েছি’ বলেন লুবাবা। আর এতে তার দিকে ধেয়ে আসে নানা কটূক্তি ও তিরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিম বানানো। এতে ডিপ্রেশনে ভুগছে এই শিশুশিল্পী বলে জানান তার মা।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’
এই শিশুশিল্পীর মা মিডিয়া থেকে তাকে সরিয়ে নিতে চাইলেও এমনটা ঠিক হবে না বলে জানিয়েছেন লুবাবা। তিনি বলেন, ‘আমি চিন্তা করে দেখলাম, এমনটা ঠিক হবে না। ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক। কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না। ঘুড়ি যদি নিচে টান দেওয়া হয় তাহলে সেটি কিন্তু উপরে চলে যায়, নিচে নামে না। আপনাকে সেই ঘুড়িটাই হতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের কারণে আইনিব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জাহেদা ইসলাম জেমি আরও বলেন, ‘আমার মেয়ে কেন্দে (কেঁদে) দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’
সিমরিন লুবাবা সামাজিকমাধ্যমে বেশ আলোচিত। একটি বিজ্ঞাপন করে সে শোবিজ অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়। নাটক ও টেলিভিশনে করেছে অভিনয়ও।
মন্তব্য করুন