‘বিটার সুইট’ শিরোনামের একটি নাটক পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও চলচ্চিত্র, নাট্যনির্মাতা, কাহিনিকার মীর সাব্বির। আর এ নাটকে তার নির্দেশনায় প্রথমবার অভিনয় করেছেন পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী রোদেলা মির্জা। মীর সাব্বিরকে সহশিল্পী হিসেবে বেশ কয়েকটি নাটকে পাওয়ার পর মূলত মীর সাব্বিরের আগ্রহেই রোদেলাকে এ খণ্ড নাটকে নেওয়া।
এরই মধ্যে রাজধানী উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির বলেন, ‘আমি তো মূলত অভিনেতা। তবে পরিচালনাও আমি দারুণ উপভোগ করি। ঠিক তেমনি একটি উপভোগ্য কাজ করলাম সজল ও রোদেলাকে নিয়ে। সজল নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাকে নেওয়া। আর রোদেলা নতুন হিসেবে অভিনয়ে বেশ ভালো করছে। নতুনদের তো আমাদেরই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। রোদেলার আগামীটা আমার কাছে মনে হচ্ছে বেশ উজ্জ্বল।’
সজল বলেন, ‘অভিনেতা হিসেবে সাব্বির ভাই অনবদ্য। তবে আমার কাছে মনে হয় পরিচালনার জায়গায় তিনি আরও অনেক বেশি স্ট্রং। তিনি এমনই একজন পরিচালক, যিনি খুঁটিনাটি সব বিষয়ই গাইড করতে পারেন, যা একজন শিল্পীর অভিনয় করাটাকে অনেক সহজ করে।’
শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার হবে নাটকটি।
মন্তব্য করুন