রাজনীতির উত্তাপ ছড়িয়েছে বিনোদনপাড়ায়ও। আওয়ামী লীগের শান্তি সমাবেশ কিংবা বিএনপির মহাসমাবেশ—উভয় কার্যক্রমেই মিলেছে তারকাদের সমর্থন। নানা সময়ে দেশের রাজনীতির বিষয়ে মন্তব্য করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
আজকের পরিস্থিতির বিষয়ে কালবেলাকে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের কাজ হবে দেশের মানুষের কল্যাণ কামনা। সেই কল্যাণ সাধন করতে গিয়ে যদি অকল্যাণকর কিছু হয়ে যায়, সেটা তো কারও জন্যই সুখকর নয়’।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দুটি বড় দল আজ সমাবেশ করছে। তারা যে যার মতো দাবি পেশ করবে, এটা যার যার গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া, জনজীবনে অশান্তি—এগুলো তো কারোই কাম্য হতে পারে না। এসব কাজ দেখলেই বোঝা যায় কারা দেশের মানুষের সপক্ষে, কারা কল্যাণের বিপক্ষে।
দেশের যেসব মানুষ ভুক্তভোগী তাদেরই বুঝতে হবে যে, ‘কোন সরকার দরকার, আগামী নির্বাচনে কাদের আসা দরকার, কে এলে দেশের উন্নয়ন হবে, কে এলে ভালো হবে’।
নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রীর পক্ষের। আমি আদর্শিকভাবে আওয়ামী লীগ সমর্থন করি। আওয়ামী লীগের যে কোনো সমাবেশে যাই’।
ভাঙচুর, ধ্বংস, অগ্নিসংযোগ—এ ধরনের রাজনীতিতে বিশ্বাসী নন ফেরদৌস। এসব যারা করছেন তাদের ধিক্কার জানিয়েছেন তিনি। আজকের শান্তি সমাবেশে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।
অন্যদিকে, বিএনপির মহাসমাবেশে আজ সকালে যোগ দিয়েছেন বাংলা সিনেমার ভিলেন শিবা শানু। কালবেলাকে তিনি বলেন, ‘আমরা সকালে গিয়ে গান পারফর্ম করে চলে এসেছি’। সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি বলে জানিয়েছেন এই অভিনেতা।
মন্তব্য করুন