রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তোলা কঠিন : তৌকীর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অভিনেতা তৌকীর আহমেদ। ছবি : সংগৃহীত
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অভিনেতা তৌকীর আহমেদ। ছবি : সংগৃহীত

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। এ কয়েক দিনে দর্শক ও তারকাদের কাছে তুমুল প্রশংসা কুড়িয়েছে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত এই বায়োপিকটি। সম্প্রতি স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি দেখতে ভিড় জমিয়েছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন এ ছবিতে অভিনয় করা শিল্পীরাও। এ সময় কালবেলার ক্যামেরার সামনে দাঁড়ান সিনেমায় সোহরাওয়ার্দী চরিত্র ফুটিয়ে তোলা অভিনেতা তৌকীর আহমেদ।

অভিনেতা তৌকীরকে ডাকা হয়েছিল এই সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অডিশনের জন্য। কিন্তু পরে তাকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রটি দেওয়া হয়। তাতে বাড়তি চাপবোধ করেননি অভিজ্ঞ এই অভিনেতা। তৌকীর বললেন, ‘এই ছবিতে আমি কাজ করতে চাইছিলাম। প্রথমে আমাকে ডাকা হয় তাজউদ্দীনের চরিত্রে অডিশনের জন্য। কিন্তু পরে জানতে পারলাম আমাকে সোহরাওয়ার্দী চরিত্রে নিয়ে যাওয়া হয়েছে। এটাকে আমি প্রমোশনই মনে করেছি। কেননা, এখানে তাজউদ্দীন সাহেবের চরিত্রের ব্যপ্তির চেয়ে সোহরাওয়ার্দী চরিত্রটির ব্যপ্তি ও গুরুত্ব বেশি ছিল। সেই জায়গা থেকে চেষ্টা করেছি—আমার অভিনেতা ও পরিচালক জীবনের অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত অভিনয় ধারণা, সবকিছু মিলিয়ে কাজটি করার’।

সোহরাওয়ার্দী চরিত্র ফুটিয়া তোলার চ্যালেঞ্জের বিষয়ে তৌকীর বলেন, ‘আসলে শিল্পের যে কোনো কাজই একটি চ্যালেঞ্জ। ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তোলা আরও কঠিন। কারণ সেটি মানুষের পারসেপশনে আছে, ইতিহাসের পাতায়ও আছে। সুতরাং, সেটিকে যেনতেনভাবে উপস্থাপন করা যায় না। সেই ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এবং ভেবেচিন্তে কাজটি করতে হয়েছে। অভিনয়শিল্পীর কাজই তো চরিত্র ফুটিয়ে তোলা।

সোহরাওয়ার্দী চরিত্র ফুটিয়ে তুলতে নানান বইপত্র ঘাটতে হয়েছে তৌকীরকে। তার ইংরেজি ও বাংলা বলার ধরন রপ্ত করতে হয়েছে এই অভিনেতাকে। তৌকীর বলেন, ‘মূলত তার (সোহরাওয়ার্দী) জীবনী এবং তার ওপর লেখা বিভিন্ন বই আমাকে হেল্প করেছে। কিছু ব্যক্তির অভিজ্ঞতা থেকেও তথ্য পেয়েছি, যারা তাকে দেখেছেন। অনেকের স্মৃতিচারণের মধ্যে থেকেও তার সম্পর্কে জেনেছি। তার ইন্টারভিউয়ের কিছু ফুটেজ আমি অনলাইনে পেয়েছি। সেগুলো কাজে লেগেছে। তাছাড়া প্রধানমন্ত্রী আমাদের একটা ব্রিফ দিয়েছিলেন। এসব মিলিয়েই চরিত্রটিকে দাঁড় করানোর চেষ্টা করেছি’।

সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে তৌকীর বলেন, ‘আপনারা দেখবেন ছবিটি। দেখে মতামত জানাবেন নিশ্চয়ই। কারো হয়তো ভালো লাগবে, কারো হয়তো লাগবে না। তারপরও ছবিটা আপনাদের ইতিহাসের বিভিন্ন সূত্র দেবে। আমার ধারণা সিনেমাটি আপনাদের খারাপ লাগবে না’।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

শিগগিরই প্রাথমিকে বড় নিয়োগ হবে, জানালেন উপদেষ্টা

কয়লা ব্যবসার নামে প্রতারণা করতেন তারা

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠকে যা উঠে এলো

সাতক্ষীরায় ১৩ কেজি রুপা জব্দ

পুলিশ সদস্যদের যে সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আল-আকসা ভাঙার ষড়যন্ত্রে প্রকাশ্যে ইসরায়েল

নিকারাগুয়ায় বিরোধীদের দমন-পীড়ন / ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

৬০০ কর্মী নিয়ে মহাসড়কে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান 

রাবির ভর্তি পরীক্ষায় শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

১০

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

১১

সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে : এ্যানি

১২

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল

১৩

বিয়ের আগে ছেলে-মেয়ের ৭টি জরুরি টেস্ট

১৪

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

১৫

পরীক্ষার হলে বসে বন্ধুকে প্রশ্ন পাঠালেন পরীক্ষার্থী

১৬

কেউ ঘুষ চাইলে কী করতে হবে, জানালেন আসিফ মাহমুদ

১৭

নির্বাচন ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক

১৮

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

১৯

রাজনৈতিক বিভাজন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা : ঢাবি ভিসি 

২০
X