বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ১৫৩ হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’

দেশের ১৫৩ হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। ছবি : সংগৃহীত
দেশের ১৫৩ হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। ছবি : সংগৃহীত

আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। হল সংখ্যা উল্লেখ করে দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে প্রচারণাও চালানো হচ্ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির মুক্তি সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সেখানেও জানানো হয় সিনেমাটি ১৫৩ হলে একযোগে মুক্তি পাবে।

বাঙালি জাতির জনকের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্ব থাকছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ সংবাদ সম্মেলনে হল সংখ্যা ১৫৩টির বিষয়েও নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।

সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে আরিফিন শুভ বলেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল, মিউজিকে ছিলেন সান্তনু মৈত্র। চলচ্চিত্রের পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

নির্মাতার প্রত্যাশা, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এবং দর্শকদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে আনকাট সেন্সর পাওয়া এ সিনেমাটি। ৮৩ কোটি টাকা ব্যয়ে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাঙালিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুধা-দারিদ্র্য ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই : সেলিম উদ্দিন

টয়লেট দিবসের পোস্ট দিয়ে কাকে খোঁচা দিলেন অপু?

নিম্নচাপের পিঠে চড়ে আসছে শীত

সরকার পতনের ডাক ইমরান খানের, গণঅভ্যুত্থানের দিকেই যাচ্ছে পাকিস্তান?

মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড করব : কমিশনার

বাজারে আসছে মেসির সাইকেল, দাম কত?

ফের সড়ক অবরোধ করল ব্যাটারিচালিত রিকশাচালকরা

চকরিয়ায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

জিপিএস দেখে পথ চলতে গিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

মাত্র ৭ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল যে দেশ

১০

ফুটবল থেকে অবসরের কথা ভেবেছিলেন নেইমার

১১

ঢাবি থেকে বিতাড়িত হলো শাহবাগে সমাবেশে আসা বহিরাগতরা  

১২

বাঁশ লাঠি নিয়ে জমায়েত হচ্ছেন কবি নজরুল-সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা

১৩

মামুন ৩ দিনের রিমান্ডে, কারাগারে আমু-ইনু-জিয়াউল-জাহাঙ্গীর 

১৪

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়নি ৬৮ শতাংশ আসামি

১৫

বিদেশ যেতে চান ছাগলকাণ্ডের সেই মতিউর

১৬

ইসরায়েলে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

১৭

ইমরান খানের দলের চূড়ান্ত বিক্ষোভে অচল পাকিস্তান

১৮

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের

১৯

উখিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X