মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত ‘অদৃশ্য’ সিরিজের ট্রেলার প্রকাশিত হয়েছে। ২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে জমজমাট এক গল্পের আভাস মিলেছে।
আগামী ৫ অক্টোবর হইচইয়ে মুক্তি পাবে মাহফুজ ও অপি করিম অভিনীত ওয়েব সিরিজটি। এটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। এই সিরিজের মাধ্যমে পাঁচ বছর পর পর্দায় জুটি বাঁধলেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে ‘নীল গ্রহ’ নাটকে।
সিরিজের বিষয়ে নির্মাতা শাফায়েত মনসুর রানা সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সাসপেন্স ও ড্রামার মিশ্রণে রোমাঞ্চকর একটি গল্প উপভোগ করবে দর্শক। আমাদের এই জার্নিতে দর্শকেরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবে—এমনটাই আশা করছি।’
মাহফুজ বলেন, ‘আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবে দর্শক। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। গল্পটা বেঁচে থাকার লড়াইয়ের।’
অপি করিম বলেন, ‘অনেক দিন পর ওয়েব কনটেন্টে কাজ করলাম। সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা আছেন যাদের আমি খুব পছন্দ করি।’
মাহফুজ-অপি ছাড়া এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, নিশাত প্রিয়ম প্রমুখ।