চুটিয়ে প্রেম শেষে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যদিও একটা সময় এই জুটিকে কটাক্ষ করত নেটিজেনরা। ওসব উপেক্ষা করে সংসার চালিয়ে যান তারা। তারকা জুটি হলেও তাদের দাম্পত্যেও আছে মান-অভিমান ও ঝগড়া। সেসব কীভাবে সামলান সেটাই জানালেন ভিকি। তিনি জানান, কখনো কোনো বিষয়ে তাদের ঝামেলা হলে তিনিই আগে মাফ চেয়ে নেন।
ভিকির বলে, ‘কিছু সময় আমার ভুল না হলেও ক্ষমা চাই। ঝামেলা বাড়িয়ে লাভ কী। ভুল স্বীকার করলে জীবন সহজ হয়।’
তারকা হয়ে তারকাকে বিয়ে করার সুবিধা-অসুবিধা নিয়েও কথা বলেছেন ভিকি। বললেন, ‘সুবিধা হলো—আমরা বুঝি আমাদের কাজের শিডিউল ৯টা-৫টা নয়। কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই। এসব বিষয়ে আমাদের বোঝাপড়া রয়েছে। অসুবিধা হলো—মাঝেমধ্যে একই সময়ে দুজনের শুটিং থাকে। কখনো কখনো মাস চলে যায়, তবুও আমরা পরস্পরের সঙ্গে সময় কাটাতে পারি না। আবার কখনো আমার দিনে শুটিং, ওর রাতে। দেখা যায় আমি কাজ সেরে বাসায় এসেছি, তখন ও বাইরে চলে গেছে। এক ছাদের নিচে থেকেও একসঙ্গে সময় কাটাতে পারি না আমরা।’
বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে খোলাসা হননি ভিকি ও ক্যাটরিনা। বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে দাম্পত্যের নানা বিষয় প্রকাশ করেছেন তারা।
মন্তব্য করুন