অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা পরীমণিকে জুটি করে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে নামতে চলেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আপাতত সেটির নাম দিয়েছেন ‘চন্দ্রস্নানে এসো’। তবে নাম পরিবর্তন হতে পারে।
চয়নিকা বলেন, ‘মাহফুজ ও পরীর সঙ্গে আলাপ চূড়ান্ত হয়েছে। গল্পটি পছন্দ করেছেন দুজনেই। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিলেন কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছেন। এখন পুরোদমে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। তা প্রস্তুত হলেই শুটিং শিডিউল ঠিক করব।’
ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। চয়নিকা জানান, এ বছরের মধ্যেই সেটির কাজ শেষ করতে চান তিনি। সামনের বছরে তিনি আবারও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় হাত দেবেন।
চয়নিকা জানান, কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়েছে। প্রত্যেকেই সম্মত হয়েছেন। শেষ পর্যন্ত যেখানে ভালো মনে হবে, সেখানেই সিনেমাটি মুক্তি দেবেন।
মন্তব্য করুন