ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমা, নাটক এবং ওটিটি তিন মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে কাজের বাইরেও ব্যক্তি জীবন নিয়ে সময় যাচ্ছে তার। বর্তমানে ছুটিতে থাকা এই অভিনেত্রীর সময় কাটছে নিজের মতো করে।
যুক্তরাজ্যের অ্যাম্বেলসাইড লেক ডিস্ট্রিক্টে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
ফারিণ আগেই জানিয়ে ছিলেন এবারের ঈদুল ফিতর তিনি পালন করবেন যুক্তরাজ্যে। কথা অনুযায়ী সেখানে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ করেছেন তিনি। এরপর এখন যুক্তরাজ্যে ঘোরাঘুরি করে সময় কাটছে তার। যার ছবি ভেসে বেড়াচ্ছে ফারিণের সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে বোঝাই যাচ্ছে মনের মতো করেই কাটছে তার দিন।
যুক্তরাজ্যের উইন্ডারমেয়ার লেক ডিস্ট্রিক্টে তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
এদিকে ফারিণ জানিয়েছেন এ মাসের শেষের দিকে দেশে ফিরবেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন নতুন কাজ নিয়ে।
এবারের ঈদে তাসনিয়া ফারিণ অভিনীত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্ম মুক্তি পায় বঙ্গ বিডিতে। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে ফারিণের বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব।
মন্তব্য করুন