চিত্রনায়িকা শাবনূর। দেশে এখন আর থাকা হয় না তার। স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। তবে সুযোগ পেলেই ছুটি নিয়ে আসেন ঢাকায়। সম্প্রতি এবার এসেছিলেন মাত্র ৮ ঘণ্টার জন্য, তাও আবার এক কাপড়ে।
হঠাৎ শাবনূরের এমন ঢাকায় আসার কারণ তার মা। যা নিয়ে এই নায়িকা জানান, তার এবারের দেশে আসাটা অন্য সময়ের মতো ছিল না। অন্য সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার পুরোটা সময় কেটেছে অস্থিরতায়। অবস্থা এমন, যত দ্রুত ঢাকায় নামতে পারবেন, ততটাই মঙ্গল। অভিনেত্রী জানান, তার মা অসুস্থতায় ভুগছেন। আর এই কারণেই তাড়াহুড়ো করে মাত্র কয়েক ঘণ্টার জন্য দেশে এসেছেন।
মায়ের সঙ্গে শাবনূর। ছবি : সংগৃহীত
গত ২৮ মার্চ ঢাকায় নেমেছেন শাবনূর। ৮ ঘণ্টা পর ফিরেও গেছেন। যা মিডিয়ার কেউ সেভাবে টেরও পায়নি।
শাবনূরের মা তার সঙ্গে অস্ট্রলিয়াতেই থাকেন। তবে গত ছয় মাস ধরে বাংলাদেশে ছিলেন তিনি। এবার ঢাকায় এসে অসুস্থ মাকে সঙ্গে করে অস্ট্রলিয়াতে নিয়ে যান তিনি।
অস্ট্রেলিয়ায় শাবনূর। ছবি : সংগৃহীত
অভিনেত্রীর মা, ভাইবোন এবং তাদের পরিবারের সদস্যরাও অস্ট্রেলিয়ায় বসবাস করেন। কিন্তু গত ছয় মাস ধরে বাংলাদেশে থাকছেন শাবনূরের মা। এবার এসে শাবনূর তার অসুস্থ মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন।
মন্তব্য করুন