ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও অনেকে। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। সে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী জয়া আহসান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দক্ষিণ গাজার বেশকিছু ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’
এরপর বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’ জয়া ছাড়া আরও অনেকে এরই মধ্যে সোচ্চার হয়েছেন।
মন্তব্য করুন