ঈদের সিনেমা ‘দাগি’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তমা মির্জা। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন এই সুন্দরী। ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে ঘুরে ঘুরে নিজের ছবির প্রচারণা করছেন তমা।
ঈদের দ্বিতীয় দিন ‘দাগি’ টিম মিরপুরে সনি স্কয়ারে দর্শকের সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিল। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন তমা মির্জা।
কথা বলার এক পর্যায়ে নায়িকা বলেন, আমি সবার জন্য লাকি। প্রযোজকের জন্য, পরিচালকের জন্য, টিমের জন্য এবং নিশো ভাইয়ের জন্যও লাকি।
এ সময় তমার সঙ্গে দুষ্টুমি করে নিশো বলেন, তমা মির্জা রায়হান রাফীর জন্যও লাকি। নিশোর মুখে একথা শুনেই সবাই হো হো করে হেসে ওঠেন।
তমা ও নিশোকে জুটি করে ‘সুড়ঙ্গ’ সিনেমা নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেন নির্মাতা রায়হান রাফী। তার আগে থেকেই রাফী ও তমার প্রেমের গুঞ্জন চাউর ছিল। মাঝে দুজনকে কিছুটা আলাদা দেখা গেলেও আবারও এক হয়েছেন দুজন। গত ৩ মার্চ রাফীর জন্মদিনে এই নির্মাতা মা ও তমার সঙ্গে কেকও কেটেছেন।
মন্তব্য করুন