বহিরাগতদের অবাধ বিচরণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। যে কেউ চাইলেই ঢুকে পড়তে পারেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের মিলন মেলা- একাধারের কাজের এই জায়গাতে।
৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিএফডিসির এমডি পদে নিয়োগ পেয়েছেন পরিচালক সমিতির সদস্য চলচ্চিত্র নির্মাতা মাসুমা রহমান তানি। গত ২ মার্চ এক বৈঠকে নতুন বেশ কিছু চলচ্চিত্রের উন্নয়নে রোডম্যাপ দেন তিনি।
এবার এফডিসিতে কর্ম পরিবেশ ফিরিয়ে আনা ও বাইরের প্রযোজকদের আকৃষ্ট করতে কঠোর অবস্থানে যাচ্ছেন মাসুমা রহমান তানি। একাধিক সূত্র থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।
নতুন এমডির নির্দেশনার মধ্যে রয়েছে- পরিচয়পত্র না দেখিয়ে কেউ আর প্রবেশ করতে পারবেন না এফডিসিতে। পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা সবাই নিজস্ব সংগঠনের কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে।
মন্তব্য করুন