ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ সম্প্রতি ভয়াবহ এক ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর আশুলিয়ার জিরাবোতে নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডাকাতদের গুলিতে আজাদের পাশাপাশি আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা হক তাবারি এবং মা। তারা বর্তমানে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক ঘটনার পর আজাদের সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক, ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর হাসপাতালে গিয়ে আজাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা রওনক হাসান। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আজাদকে হাসপাতালে দেখে এলাম। তার মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি! মনে হচ্ছিল, কোনো সিনেমা বা ওয়েব সিরিজের দৃশ্য দেখছি। ডাকাতদের হাতে পিস্তল ছিল। আজাদ অসম সাহসে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধের চেষ্টা করে। ডাকাতরা ১১ রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার কপাল ছুঁয়ে বেরিয়ে যায় এবং দুপায়ে তিনটি গুলি লাগে।’
তিনি আরও যোগ করেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
অভিনেতা আজাদের ভগ্নিপতি এবং নির্মাতা তপু খান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ঘরের ভিতরে কে দেবে নিরাপত্তা? আমার ভাই, এই দেশের শিল্পী আজাদ, তার স্ত্রী এবং মাকে নির্মমভাবে আহত করা হয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে যায়। দেশের মানুষের উচিত তাদের সহযোগিতা করা।’
আজাদের এই বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী অভিনেতা, নির্মাতা এবং শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক মাধ্যমে অনেকে দোয়ার আবেদন জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।
মন্তব্য করুন