চিত্রনায়িকা নিঝুম রুবিনা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাইড শেয়ারিং অ্যাপস উবার থেকে এর চালকের দ্বারা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন। এরপর করেন মামলা। এবার এই মামলায় আটক হয়েছেন অভিযুক্ত উবারচালক। তার জন্য রিমান্ডের আবেদন করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সেই গাড়িচালককে আটকের বিষয়টি নায়িকা নিজে নিশ্চত করেছেন। তিনি জানান রোববার সকালে তাকে আটক করেছে পুলিশ।
তবে এই চালককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই নায়িকা। তিনি জানান, পুলিশের তথ্য অনুযায়ী গাড়ির সেই মালিক নায়িকার চেনাজানা। তদন্তের প্রয়োজনে তার নাম গোপন রাখা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, উবারচালক মো. রকিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য রিমান্ডের আবেদন করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তুলে ধরেন।
মন্তব্য করুন