অভিনেতা সিয়াম আহমেদ। তার নতুন সিনেমা নেই অনেকদিন। এরমধ্যে ২০২৪ সালে ঘোষণা আসে তার ‘জংলি’ সিনেমার। সে বছরই সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর ছবিটি মুক্তি পায়নি। এবার এলো এটি মুক্তির চূড়ান্ত ঘোষণা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি মোশন পোস্টার শেয়ার করেছেন এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা সিয়াম। যেখানে তাকে দেখা গেছে, ভয়ংকর রূপে! মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা। যা থেকে চুঁইয়ে পড়ছে রক্তজল। এমন মুহূর্তেই নজর কেড়েছে দর্শকের।
এ সময় মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে— ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া!’
এরপর পোস্টার প্রকাশের মাধ্যমে সিয়াম জানান সিনেমাটি মুক্তির নতুন তারিখ। ‘জংলি’ এ বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে।
সিয়ামের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
মন্তব্য করুন