বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র। ঐতিহাসিক ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পটভূমি নিয়ে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনো প্রদর্শনের অনুমতি পায়নি সংশ্লিষ্টরা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন সিনেমাটি প্রদর্শনের অনুমতি মেনেনি সার্টিফিকেশন বোর্ডের পক্ষ থেকে তা জানানো হয়নি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছবির নায়ক পারভেজ আবীর কালবেলাকে বলেন, আমরা ২০২৪ সালেই সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি প্রদর্শনের অনুমতি পাব বলে আশা করেছিলাম। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান স্মরণীয় করে রাখতেই আমাদের এ চলচ্চিত্র। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন ছাড়পত্র দেওয়া হলো না এটা চিন্তার বিষয়।
তিনি আরও বলেন, আমাদের চলচ্চিত্রে রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন কিছুই দেখানো হয়নি। যদি ক্ষতিকর কিছু থাকে আমাদের জানানো হোক।
পারভেজ আবীর বলেন, ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একটা দলিল। আমরা চাই দ্রুত সিনেমাটি মানুষের মাঝে পৌঁছে দিতে। বিগত স্বৈরাচারী সরকারের কুকর্মের দিক আমরা চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই- আগস্ট থেকেই ছাত্র আন্দোলনের ফুটেজ সংগ্রহ করেছি আমরা। সিনেমার সব শিল্পীরা গত ৫ মাস ধরে নিরলস কাজ করেছি। আমাদের সব শিল্পীদের দাবি সিনেমাটি অনুমতি যেন ২০২৪ সালেই পাই।
‘দ্য রিমান্ড’ সিনেমায় আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মারুফ আকিব, জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়াসহ অনেকেই। এটি পরিচালনা করেছেন আশরাফুর রহমান।
মন্তব্য করুন