হঠাৎ করেই এফডিসিতে হাজির হলেন অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এটাই প্রথম তার এফডিসিতে আসা। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুম প্রাঙ্গণে হাজির হন তিনি।
বিষয়টি নিয়ে পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, তিনি এফডিসিতে আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিট করতে আসেন। এখানে প্রায় ২০ মিনিট ছিলেন। অল্প সময়ের জন্য এলেও হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় চলচ্চিত্র উন্নয়নে তার সরকারের নেওয়া কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে শিগগিরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানিয়েছেন।
এদিকে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, তার সঙ্গে অল্প সময়ের বৈঠক হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব আন্তরিক ছিলেন তিনি। চলচ্চিত্রের উন্নয়নে করণীয় দিকগুলো আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টার সামনে তুলে ধরতে।
মন্তব্য করুন