দেশীয় সিনেমার সুপারস্টার তিনি। ক্যারিয়ারে ৭০টির বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। তিনি আর কেউ নন ওমর সানী। দর্শকনন্দিত এই নায়ক একটা সময় খলচরিত্রেও অভিনয় করেছেন। তবে এখন আর ভিলেন চরিত্রে অভিনয় করছেন না তিনি।
এদিকে ভিলেন শব্দটি নিয়েও আপত্তি রয়েছে চাঁদের আলোখ্যাত নায়কের। ওমর সানী বলেন, তথাকথিত ভিলেন শব্দটি নিয়ে আমার আপত্তি রয়েছে। মেল গিবসন সুদর্শন একজন অভিনেতা। কিন্তু তিনি ভিলেন রোল প্লে করেছেন। ভিলেন মানেই অমরেশ পুরী বা আহমেদ শরীফ ভাইয়ের মতো চোখ বড় হতে হবে। কিংবা জাম্বুর মতো হাসতে হবে এমন না। আমি একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। খুবই সফিস্টিকেটেড, দেখতে সুদর্শন কিন্তু তার মনটা কালো। এমন চরিত্রেই আমি কাজ করেছি।
তিনি আরও বলেন, তবে একটা সময় গিয়ে দেখলাম আমাকে একইরকম চরিত্র দেওয়া হচ্ছে। তখন আমি কাজটি থেকে সরে আসি। ১২-১৫ বছরের মধ্যে আমি তেমন চরিত্রে আর কাজ করিনি।
ক্যারিয়ারে চাঁদের আলো, কুলি, প্রথম প্রেম, মধুর মিলন, দোলা, কে অপরাধীসহ বহু হিট সিনেমার উপহার দিয়েছেন ওমর সানী।
মন্তব্য করুন