হঠাৎ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুপিসারে থানায় যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। তিনি জানান, অপু বিশ্বাসের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে নায়িকাকে দাওয়াত করেন। সেই সুবাদে পরিচয়। অপু বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তাই তার সঙ্গে দেখা করে গেলেন।
নায়িকা কোনো আইনি বিষয়ে কথা বলতে এসেছিলেন কি না, এ প্রশ্নের উত্তরে ওসি জানান, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় এসেছিলেন অপু বিশ্বাস । তাকে না জানিয়ে হঠাৎ করেই থানায় এসেছেন।
আরও পড়ুন : ভাইরাল ছবির পেছনের ঘটনা জানালেন অপু বিশ্বাস
উল্লেখ্য, একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছেলে জয়কে নিয়ে গত মাসে আমেরিকা গিয়েছিলেন সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সেখান থেকে ফিরে এসেছেন। আমেরিকায় তাকে শাকিব খানের সঙ্গে দেখা গেছে। ফলে ভক্তদের ধারণা, আবারও এক হতে চলেছেন শাকিব-অপু। কিন্তু দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে এখনো আইনসম্মত বিচ্ছেদ ঘটেনি শাকিব খানের।
মন্তব্য করুন