যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি একটি জায়গায় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঘুরছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঘুরতে ঘুরতে একপর্যায়ে ক্লান্ত শরীরে ঝিমিয়ে পড়েন বাবা-ছেলে। সন্তানকে বেঞ্চে শুইয়ে শাকিব বসে পড়েন পথে। এমনই একটি ছবি ভাইরাল হয় নেটপাড়ায়।
‘প্রিয়তমা’ ছবি নিয়ে মার্কিন মুলুকে গিয়েছেন শাকিব। অন্যদিকে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছেলে জয়কে নিয়ে সেদেশে গিয়েছিলেন শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা হয়েছে শাকিব-অপুর। ছেলেকে নিয়ে ঘুরেছেন তারা।
সম্প্রতি ঢাকায় ফিরেছেন ঢালিউড কুইন অপু। এরপর মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানেই শাকিব ও জয়ের ভাইরাল হওয়া ছবির বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে অপু বলেন, ‘জয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিল। ও নাগেট খেতে খুব পছন্দ করে। নাগেট খেতে খেতে ওর মনে হলো অনেক বেশি টায়ার্ড লাগছে, ঘুমাবে। তখন বেঞ্চে শুয়ে পড়েছে। শুয়ে হঠাৎ করে ও তার বাবাকে ডেকে বলছিল, বাবা তোমাকে এখানেই (নিচে) বসতে হবে। বেঞ্চে তো জায়গা নেই। থাকলে বাবাকে উপরেই বসাত।’
আরও পড়ুন : বাবা-ছেলের ছবি ভাইরাল
অপু আরও বলেন, ‘জয় তো বেশ লম্বা হয়ে গেছে। শুয়ে বেঞ্চটাকে ফিলআপ করে ফেলেছে। তখন শাকিব ওখানে (নিচে) বসল। তখন আমার মনে হয়েছিল, বাহ! দারুণ একটা দৃশ্য। একটা ছবি ক্যাপচার করি।’
অপুর তোলা এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন সুপারস্টার নিজেই। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়েছিল অন্তর্জালে।
মন্তব্য করুন