দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ‘সাবা’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়।
এর মাধ্যমেই শুরু হয় সিনেমার প্রচারণা। পোস্টারে অন্যরকম এক মেহজাবীনকে দেখে দর্শক। ইতোমধ্যেই সিনেমাটি বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রদর্শিত হয়েছে। এবার ‘সাবা’ অফিসিয়ালি সিলেকশন হয়েছে বুসান চলচ্চিত্রে উৎসবের জন্য।
সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। খুশির খবরটি মেহজাবীন নিজেই জানিয়েছেন ভক্তদের। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরও বেশকিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাবাকে।
উৎসবটি শুরু হবে অক্টোবরের ২ তারিখ। শেষ হবে অক্টোবরের ১১ তারিখ। ‘সাবা’ প্রথম প্রদর্শিত হবে অক্টোবরের ৪, ৭ ও ৮ তারিখ।
এটি মেহজাবীনের প্রথম সিনেমা। যেটি পরিচালনা করেছেন পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।
সিনেমাটি পোস্টার প্রকাশের পরই ‘সাবা’ নিয়ে মেহজাবীনের কথা হয় কালবেলার সঙ্গে। তিনি জানান, এমনই একটি গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। কারণ বড় পর্দা মানে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নেওয়ার জন্যই নারী কেন্দ্রিক গল্প নির্ভর সিনেমাটি নির্বাচন করেছিলেন এই নায়িকা।
‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবীনকে। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। মেহজাবীন ছাড়াও ‘সাবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।
মন্তব্য করুন