চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফীর প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রির মানুষের মুখে মুখে। দুজনের একসঙ্গে চলাফেরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট; এককথায় একাকার ছিলেন তমা-রাফী। শুধু তাই নয়, পরিচালক কোনো সমস্যায় পড়লেও এগিয়ে আসতেন নায়িকা।
দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের রূপ নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সবাই অপেক্ষায় ছিলেন কবে বিয়ের ঘোষণা দেন তমা-রাফী। শেষ পর্যন্ত দুজনের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছানোর সম্ভাবনার ইতি টানতে চলেছেন রাফী। দুজনের সম্পর্ক নিয়ে পরিচালক জানিয়েছেন, তাদের বন্ধুত্বের জায়গা আগের মতোই রয়েছে। তবে গুঞ্জন যেটা ছিল সেটি আর নেই।
তুফানের নির্মাতার বক্তব্য থেকে বোঝা যায়, তমার সঙ্গে টানাপড়েন চলছে রাফীর। তবে কি ভেঙে গেল তমা-রাফীর প্রেম! ইন্ডাস্ট্রির অনেকেই বলেছেন, হয়তো দুজনের মনোমালিন্য হয়েছে। সেখান থেকেই রাফী অভিমানের সুরে কথাটি বলে থাকতে পারেন। তবে এখন পর্যন্ত তমা কোনো প্রতিক্রিয়া দেখাননি।
রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। এরপর পরিচালকের ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।
মন্তব্য করুন