অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এক দশক ধরে অভিনয় করে চলেছেন ছোটপর্দায়। যদিও বড়পর্দায় তার আগ্রহ বেশি। ‘ঘাসফুল’ নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে। কিন্তু পরে চলচ্চিত্রে আর নিয়মিত হননি।
সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছেন, বিরূপ অভিজ্ঞতার কারণে সিনেমা থেকে দূরে সরেছেন তিনি। তার সিনেমা মুক্তির পর নানা ছবিতে ডাক পেলেও বিশেষ কারণে সিনেমায় অভিনয় করেননি এ অভিনেত্রী।
তানিয়া বলেন, ‘সিনেমায় অনেক প্রস্তাব পেলেও স্বপ্নটা এগিয়ে নিতে পারিনি। মনে হয়েছে, ওই সময় ও জায়গাটা আমার জন্য নয়। তাই প্রস্তাব গ্রহণ করিনি। বড়পর্দার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল আমার। কিন্তু ওসব প্রস্তাব নিতে পারছিলাম না। তাই আমার মন খারাপ ছিল।
আরও পড়ুন : জায়েদ খানকে যে উপদেশ দিলেন শাওন
অভিনেত্রী আরও বলেন, সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চায়। তবে সবাই নয়, এই কথাগুলো কেউ কেউ বলেছেন। তাদের প্রস্তাবে মন খারাপ হতো। তারা হয়তো যথাযথ প্রতিষ্ঠানের ছিলেন না। তাদের উদ্দেশ্য হয়তো ভালো ছিল না।
তানিয়া বলেন, ‘নাটকে সেই রকম কোনো প্রস্তাব পাইনি, কিন্তু সিনেমায় পেয়েছি। এসব প্রস্তাব মেনে কাজ করাটা সম্ভব ছিল না। তাই ফিল্ম থেকে সরে এসেছি। পরে নাটক কনটিনিউ করেছি। এখনো সেটাই করছি।’
মন্তব্য করুন